SUCCESSFUL
FREELANCERS

Success Stories

১ বছরে ৫০০০ ডলারের বেশি ইনকাম করেছেন শাহরিয়ার শুভ ভাই।

শাহরিয়ার শুভ ভাই আমাদের প্রাইভেট ব্যাচ-১২ এর একজন স্টুডেন্ট। কোর্স শেষ করার ২ মাসের মধ্যেই উনি ফাইবারে প্রথম কাজের অর্ডার পান। Facebook Ads এর গিগ এ উনি উনার ফাইবার এর জার্নি শুরু করেন। শুধু মার্কেটপ্লেস না, মার্কেটপ্লেসের বাইরেও উনি ক্লায়েন্ট পাচ্ছিলেন। বর্তমানে উনার টোটাল ইনকাম $5000 এরও বেশি!!

৩ মাসে ৯০০+ ডলারের বেশি ইনকাম করেছেন WUB এর “সর্ণা”

ফাইবারে ২৫ টির বেশি কাজ করে গত ৩ মাসে ৯০০+ ডলারের বেশি ইনকাম করেছেন World University of Bangladesh (WUB)-এর “সর্ণা”। এ ব্যাপারে তিনি বলেন “ধন্যবাদ Saif Rafi ভাইকে। যারা কাজ পাচ্ছেননা তারা হতাশ হবেননা।আগের মাসে খুব হতাশ হয়ে গেছিলাম,একদিন সাইফ ভাইয়া নিজে থেকে নক দিয়ে বললেন আপনার তো খোজখোবর পাওয়া যাচ্ছেনা।খুলে বললাম সব।ভাইয়া সাপোর্ট দিছে বলার বাহিরে।তারপর আবার ধিরে ধিরে কাজ পাই।যাই করুন নিজের সেরাটা দিয়ে করুন।২৪*৭ সাপোর্ট দিবে ভাইয়া। আল্লাহর উপর ভরসা রাখুন।